উচ্চমাধ‌্যমিক অর্থনীতি প্রশ্ন

 

Objective Question for

HSC Examination all Boards

Subject: Economics First Paper

Chapter: 1

অর্থনীতি :

মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান

 বহুনির্বাচনি প্রশ্ন :

.         অর্থনীতির জনক বলা হয় কাকে?

            ) অ্যাডাম স্মিথ        

            ) এল রবিসন

            ) রিকার্ডো

            ) কেইন্স

.        MICRO শব্দের অর্থ কী?

            ) ক্ষুদ্র 

            ) বৃহৎ 

            ) ব্যষ্টিক 

            ) সামষ্টিক    

.        এডাম স্মিথ অর্থনীতিকে কী বলেছেন?

            ) সম্পদের বিজ্ঞান

            ) কল্যাণের বিজ্ঞান

            ) স্বল্পতার বিজ্ঞান     

            ) সমস্যার বিজ্ঞান

.         স্বয়ংক্রিয় দামব্যবসস্থাপর ভিত্তি কী?

            ) সম্পদের সুষ্ঠু ব্যবহার

            ) শ্রেণি সংঘাত

            ) অবাধ প্রতিযোগিতা

            ) উদ্যোগের স্বাধীনতা

.  মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত, অতএব মানুষ অবশ্যই-

            ) সম্পদ বৃদ্ধি করবে           

            ) অভাব হ্রাস করবে

            ) দ্রব্য সেবার ভোগ ক্রমশ হ্রাস করবে

          ) অসীম অভাব সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করবে

.        বিশ্বে কয় ধরনের অথ্যনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে?

            )

            )

            )  

            )

.         অর্থনীতিতে অদৃশ্য হাত ধারণাটির প্রবর্তক কে?

            ) রবিন্স

       ) এ্যাডাম স্মিথ

       ) স্যামুয়েলসন

       ) মার্শাল

.   কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?

       ) ধনতান্ত্রিক

       ) নির্দশমূলক

       ) মিশ্র

       ) ইসলামি

.    ATM-এর পূর্ণরূপ কী?

               Always Time Machine   

        Actute Teller Meachine  

        Automated Teller Machine  

        Always Teller Meachine  

১০জসীম সাহেব তার জমিতে ধান উৎপাদন করতে পারছে না। বিষয়টি অর্থনীতির কোন  ধারণার সাথে সম্পর্কিত?

       ) উৎপাদন ব্যয়       

       ) সুযোগ ব্যয়

       ) প্রান্তিক ব্যয়

       ) মোট ব্যয়

১১.  অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে কোনটিকে বোঝায়?

       ) অভাব

       ) মুক্ত দ্রব্য

       ) সম্পদ

        ) নির্বাচন

১২.  অর্থনীতির জনক কে?

       ) ডেভিড রিকার্ডো

       ) অ্যাডাম স্মিথ

       ) অধ্যাপক মার্শাল

       ) এল রবিন্স

১৩.  অর্থনীতিতে  MACRO এবং  MICRO  শব্দ দুটি কে                         সর্বপ্রথম ব্যবহার করেন?

       ) মার্শাল

       ) রাগনার ফ্রিশ

       ) রাগনার নার্কস

       ) ভাইনার

১৪ সীমিত সম্পদ অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধনের             জন্য মানুষকে কী করতে হবে?

        ) উৎপাদন

        ) ভোগ

        ) বন্টন

       ) নির্বাচন

১৫.  ইসলামি অর্থনীতির মূল উৎস কয়টি?

       ) দুই

       ) তিন

       ) পাঁচ

       ) চার

১৬. আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়

       ) পল স্যামুয়েলসন

       ) এ্যাডাম স্মিথ

       ) মার্শাল       

       ) ডেবিড রিকার্ডো

১৭.  অর্থনীতির সমস্যাদ্বয় কী?

       ) দুষ্প্রাপ্যতা নির্বাচন

       ) দুষ্প্রাপ্যতা সীমাবদ্ধতা

       ) অসীমতা নির্বাচন

       ) স্বল্পতা নির্বাচন

১৮কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে কোন অর্থনীতি?

      ) নির্দেশমূলক অর্থনীতি

      ) ধনতান্ত্রিক অর্থনীতি

      ) ব্যষ্টিক অর্থনীতি

      ) সামষ্টিক অর্থনীতি

১৯.      অর্থনীতিতে নির্বাচন বলতে বোঝায়-

      i) . অভাবের গুরুত্ব     

      (ii) সম্পদের দক্ষ ব্যবহার

      (iii) সীমিত সম্পদ

      নিচের কোনটি সঠিক?

      )   i

      ) i  ii

      ) ii  iii

      ) i, ii  iii

২০.      মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভবের কারণ কী?

        i. সম্পদের দুষ্প্রাপ্যতা

        ii. অসীম অভাব

        iii. নির্বাচনের সমস্যা

        নিচের কোনটি সঠিক?

        ) i

        ) ii

        ) i  ii

       ) i, ii  iii

২১.  নির্দেশমূলক অর্থনীতিতে-

       i. শ্রেণিশোষণ অনুপস্থিত     

       ii. উপকরণের ব্যক্তি মালিকানা

       iii. কেন্দ্রীয় পরিকল্পনা অনুসরণ

       নিচের কোনটি সঠিক?

       ) i

       ) ii

       ) iii

       ) i, ii  iii

২২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো-

          i. চাহিদা যোগানের সমন্বয়ে দাম নির্ধারণ

         ii. মুনাফা নয় বরং কল্যাণের ভিত্তিতে দাম নির্ধারণ

       iii. উৎপাদনকারীদের মধ্যে অবাধ প্রতিযোগিতা

            নিচের কোনটি সঠিক?

        ) i  ii

        ) i  iii

        ) ii  iii

        ) i, ii  iii

২৩. স্বয়ংক্রিয় দামব্যবস্থা কোন অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য-

        i. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা

        ii. মিশ্র অর্থব্যবস্থা

        iii. নির্দেশমূলক অর্থব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

        ) i  ii

        ) ii  iii

        ) i  iii

        ) i, ii  iii       

 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৪ ২৫নং প্রশ্নের উত্তর দাও :

দেশে গার্মেন্টস শিল্পে অনেকে বিনিয়োগ করে লাভবান হচ্ছেন। সম্পত্তি শিল্পের অধিকার সংরক্ষণে সরকার নূন্যতম মজুরি নির্ধারণ করেছেন। শ্রমিকদের কাজে আগ্রহ বাড়ছে।

২৪.  উদ্দীপকে কোন ধরনের অর্থব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়?

         ) ধনতান্ত্রিক

         ) নির্দেশমূলক

         ) মিশ্র

         ) ইসলামি

২৫.     অনেকেই গার্মেটস বিনিয়োগ করেছেন, কারণ-

            i. দক্ষ শ্রমিকের যোগান বেড়েছে

            ii. অনিয়ন্ত্রিত মুনাফার সুযোগ আছে

            iii. সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত

            নিচের কোনটি সঠিক?

            ) i  ii

          ) i  iii

         ) ii  iii

         ) i, ii  iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৬ ২৭নং প্রশ্নের উত্তর দাওশামীম সাহেব একজন কলেজ শিক্ষক। বিয়ের সময় তিনি জমানো টাকা দিয়ে সোনার গহনা ক্রয় করে তার স্ত্রীকে উপহার দেন। পরবর্তীতে তিনি গহনার জন্য পবিত্র ঈদে গরিবদের মধ্যে নির্দিষ্ট হারে অর্থ বিতরণ করেন।

২৬.শামীম সাহেবের অর্থ বিতরণ কোন ধারণার সাথে সম্পর্কিত?

      ) যাকাত আদায় করা

      ) নিজস্ব সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া

      ) মানসিক তৃপ্তি আদায়

      ) ফিতরা আদায় করা

২৭.      শামীম সাহেবের টাকা জমানোর বিষয়টি অর্থনীতির কোন শাখায় আলোচিত হবে?

     ) সমষ্টিক অর্থনীতি

    ) ব্যষ্টিক অর্থনীতি

   ) বিশেষ অর্থনীতি

  ) সাধারণ  অর্থনীতি

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮ ২৯নং প্রশ্নের উত্তর দাও :

 উৎপাদন-> বিনিময়-> বন্টন-> ভাগ

২৮.     উপরের  > চিহ্নিত দেয়া ঘরে কী বসালে তা সঠিক হবে?

            ) সম্পদহীনতা        

            ) মৌলিক অর্থনৈতিক সমস্যা

            ) অভাব মোচনের নানা কর্ম পর্যায়

            ) উৎপাদন পদ্ধতি

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ৩০নং প্রশ্নের উত্তর দাও :

চীন বাংলাদেশের অর্থব্যবস্থায় ভিন্নতা লক্ষ করা যায়। চীনে ব্যক্তিগত মালিকানার চেয়ে রাষ্ট্রীয় মালিকানা বেশি প্রাধান্য পায়। বাংলাদেশে চরম আয় বৈষম্য আছে।

২৯.      চীন দেশের অর্থব্যবস্থা কোন ধরনের?

            ) ধনতান্ত্রিক

            ) সমাজতান্ত্রিক

            ) মিশ্র          

            ) ইসলামি

৩০.      বাংলাদেশের অর্থব্যবস্থা কোন ধরনের?

            ) মিশ্র

            ) সমাজতান্ত্রিক

            ) উন্নত

            ) ইসলামি

 

 


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.